খবর৭১ঃ দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১৪ রানের পাহাড় গড়ে স্বাগতিকদের ৩৮ রানে হারায় টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচে পাওয়া ঐতিহাসিক জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। গত ২০ বছরে দক্ষিণ আফ্রিকায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শুক্রবার সেঞ্চুরিয়নে পাওয়া জয়ে খরা কাটল টাইগারদের।
প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ জয়ে স্বপ্ন দেখছে টাইগাররা। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডে শুরুর ঠিক আগের দিন শনিবার এক ভিডিও বার্তায় জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি।
মিরাজ আরও বলেন, এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।