চাকরি ছাড়লেন প্রতিবাদী সেই রুশ সাংবাদিক

0
213

খবর৭১ঃ টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রতিবাদ জানিয়ে পোস্টার দেখিয়েছিলেন এক রুশ সাংবাদিক। সেই প্রতিবাদী নারী সাংবাদিক এবার চাকরি থেকেও অব্যাহতি নিয়েছেন।

প্রতিবাদী সেই রুশ সাংবাদিকের নাম মারিনা ওভসানিকোভা। রাশিয়ার টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর সংবাদ উপস্থাপক হিসাবে কাজ করছিলেন তিনি। পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নারী।

টেলিভিশনে লাইভ চলাকালে ইউক্রেন যুদ্ধবিরোধী পোস্টার নিয়ে প্রতিবাদ জানালে আটক হন এই রাশিয়ান সাংবাদিক। দীর্ঘক্ষণ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে রুশ কর্তৃপক্ষ। তোলা হয় আদালতে।

আদালত তাকে ২৯০ মার্কিন ডলার জরিমানা করেন। তার পোস্টারে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ থামাও, প্রোপাগান্ডা বিশ্বাস করবেন না, এখান থেকে আপনাদের মিথ্যা বলা হচ্ছে।’

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-কে এক সাক্ষাৎকারে মারিনা ওভসানিকোভা বলেন, চ্যানেল ওয়ান থেকে পদত্যাগের জন্য সব নথি জমা দেওয়া হয়েছে। এটি একটি আইনি প্রক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here