বাইডেনের সঙ্গে কথা বলার পরই নতুন চুক্তিতে স্বাক্ষর চীনের

0
487

খবর৭১ঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কলে কথা বলার একদিন পরই নতুন চুক্তি স্বাক্ষর করেছে চীন।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক সরঞ্জাম কেনার চুক্তির তত্ত্বাবধানে নতুন নীতিমালায় স্বাক্ষর করেছে চীন। শনিবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ।

সিনহুয়া সুনির্দিষ্টভাবে বিশদ বিবরণ না দিয়ে জানিয়েছে, সামরিক সরঞ্জাম কেনার চুক্তির তত্ত্বাবধানে দক্ষতা উন্নত করা এবং সেনাবাহিনীর কাছে ভাল মানের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করাই নতুন এই নীতিমালার লক্ষ্য।

২০ মার্চ থেকে নতুন নীতিমালা কার্যকর হবে বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার ভিডিও কলে বাইডেনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন শি জিনপিং। বাইডেনকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট । তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক ভূমিকা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস হামলা চালানোর জন্য চীন যদি রাশিয়াকে সহায়তা করে তাহলে এর প্রভাব ও পরিণতি খারাপ হবে বলে শি জিন পিংকে সতর্ক করেছেন জো বাইডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here