মিরসরাইয়ে চয়েস মালিক সমিতির বারইয়ারহাট কার্যালয় উদ্বোধন

0
218

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ধুম শুভপুর বাস-মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির (১৩০৭) আওতাধীন বারইয়ারহাট টু মাদার বাড়ি রুটের বারইয়ারহাট কার্যালয় শুভ উদ্বোধন ও নবগঠিত উপকমিটি পরিচিতি এবং বরণ অনুষ্ঠান শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ চয়েস কাউন্টার সংলগ্ন জমিদার প্লাজার ৩য় তলায় সম্পন্ন হয়েছে। চয়েস মালিক সমিতির সদস্য এনামুল হক ও শাহনেওয়াজ মিয়ার যৌথ সঞ্চালনায় এবং ধুম শুভপুর বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম শুভপুর বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আফছার। আগামীতে বারইয়ারহাট টু মাদার বাড়ি রুটের সংস্কার, যাতায়াতের সময়, মালিকদের স্বার্থ সংরক্ষণ, যাত্রীদের সঠিক সেবা নিশ্চিতকরণ, যানের মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে কার্য্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা হয়। কার্য্যালয় উদ্বোধন ও নবগঠিত উপকমিটির পরিচিতি এবং বরণ অনুষ্ঠানে ধুম শুভপুর বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির সদস্য, ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here