চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেপটি ট্যাংকের সাটারিং খুলতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

0
172

প্রতিনিধি চুয়াডাঙ্গা (১৮-০৩-২২) চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সদ্য নির্মিত একটি বসত বাড়ির সেপটি ট্যাংকের সাটারিং খুলতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পৌর এলাকায় আনন্দধামে এই দূঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, জেলার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দাসপাড়া নিপেন দাসের নির্মানাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে নির্মাণ শ্রমিক শরিফুল অজ্ঞান হয়ে যায়। পরে শরিফুলকে বাঁচাতে গিয়ে অপর নির্মাণ শ্রমিক সাগর সেপটিক ট্যাংকিতে নামলে সেও অজ্ঞান হয়ে যায় । এ অবস্থায় বাড়ির মালিক চিৎকার শুরু করেন। পরে গ্রামবাসী ফায়ার সার্ভিসের খবর দেয়। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপি শ্বাসরুদ্ধ উদ্ধার অভিযান চালিয়ে তাদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালির আনসার পরমানিকের ছেলে শরিফুল পরমানিক (৩৫) ও পাবনা চাটমোহর রেলবাজার এলাকার রাজু কুমার দাসের ছেলে সাগর কুমার দাস।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here