খবর৭১ঃ;যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ মিলিয়ন মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে পালিয়েছে বলে জানিয়েছে দেশটির বর্ডার গার্ড এজেন্সি।
শুক্রবার গ্রিনিচ মিন টাইম ৮টায় এই সংখ্যায় পৌঁছেছে বলে এক টুইটার বার্তায় জানিয়েছে সংস্থাটি। এসব শরণার্থীদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। খবর বিবিসির।
ওয়ারশ ইউনিভার্সিটির মাইগ্রেশন রিসার্চ প্রফেসর ম্যাকিয়েজ ডুসজিকের মতে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যে পোল্যান্ড ছেড়েছে।
তার মতে, পোল্যান্ড ছেড়ে বেশিরভাগ শরণার্থী ওয়ারশ এবং ক্রাকোসহ বড় শহরগুলিতে আশ্রয়ের জন্য গিয়েছেন। তবে সেখানকার কর্মকর্তারা বলছেন, তারা যে পরিমাণ শরণার্থী নিতে পারবেন সেই সীমা ইতোমধ্যে পূরণ হয়ে গেছে।