তামিম-লিটনের পর সাকিব-ইয়াসির, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

0
202

খবর৭১ঃ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহের পথে আছে বাংলাদেশ।

ম্যাচটিতে ওপেনিং জুটিতে ৯৫ রানের জুটি গড়েন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এ দুইজনের বিদায়ের পর চতুর্থ উইকেটে জুটি গড়েন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। তারা দুইজন মিলে ১১৫ রানের জুটি গড়েন।

আর দুই জুটিতেই এখন বড় রান করার পথে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচটিতে দুর্দান্ত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তিনি আউট হওয়ার আগে করেন ৭৭ রান। অন্যদিকে ইয়াসির করেন ৫০। ওপেনার লিটনও ৫০ রান করেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২৪ রান তুলে নিজেদের প্রথম তিনটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান। পাশ থেকে তাকে সঙ্গ দেন ইয়াসির আলী।

সাকিব হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর হাফসেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন ইয়াসিরও।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ।

এদিকে শুক্রবারের ম্যাচটির আগে ওয়ানডেতে টানা চারটি ম্যাচে ভালো খেলেতে পারেননি সাকিব। তুলে নিতে পারেননি কোনো হাফসেঞ্চুরি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ অপেক্ষা ফুরালো সাকিবের।

সাকিব শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে হাফসেঞ্চুরি করার আগে ওয়ানডেতে সর্বশেষ ৫০ বা তার বেশি রান করেন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here