রাশিয়ার ৭ হাজার সেনা নিহতের দাবি যুক্তরাষ্ট্রের

0
442
People look at the gutted remains of Russian military vehicles on a road in the town of Bucha, close to the capital Kyiv, Ukraine, Tuesday, March 1, 2022. (AP Photo/Serhii Nuzhnenko)

খবর৭১ঃ   ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক সাত হাজার সেনা নিহত হয়েছেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। খবর বিবিসির।

নিউইয়র্ক টাইমসকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সেনা নিহত হয়েছেন, আহত তারও তিন গুণ।

তবে, মার্কিন কর্মকর্তারা বলেছেন, রুশ সেনা নিহতের এই সংখ্যাটি সঠিক নাও হতে পারে। কারণ আমরা সংবাদপত্র বিশ্লেষণ, ইউক্রেনীয় পরিসংখ্যান, রাশিয়ান পরিসংখ্যান ও স্যাটেলাইট ইমেজ দেখে এই ধারণা করছি।

তবে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত রাশিয়ার সাড়ে ১৩ হাজার সেনা নিহত হয়েছেন।

এদিকে ইউক্রেনে অভিযান শুরুর পর গত সপ্তাহে রাশিয়া প্রথমবার জানায়, ইউক্রেনে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। তবে আহত সেনার সংখ্যা জানায়নি।

বিবিসি বলছে, যুদ্ধ নিয়ে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে প্রচারণা চালানোয় ও সঠিক তথ্যের অভাবে হতাহত কত, তা নিশ্চিত করে বলা কঠিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here