মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ই মার্চ) উপজেলার ২০টি স্কুলের শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকাকে সম্মান প্রর্দশন, নিজেদের আঁকা বঙ্গবন্ধুর ছবিতে পুস্প অর্পণ, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও হাতের তৈরী কেক কাটার মধ্য দিয়ে তারা দিনটি উদযাপন করে।
এসময় প্রকল্প পরিদর্শক মাহবুব আলম, আব্দুল আওয়াল ও স্ব স্ব প্রতিষ্টানের শিক্ষিকাগণসহ অভিভাবকবৃন্দ।