সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

0
197

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভানুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ আল-মারুফ’র সভাপতিত্বে এ সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- পৌরমেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, ইউপি চেয়ারম্যানদের মধ্যে আমিনুল ইসলাম, নাফিউল ইসলাম সরকার, মঞ্জু মিয়া। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন- থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুল আজিজ, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
সভায় সংশ্লিষ্ট দাপ্তরিক কর্মকর্তাগণের হস্তক্ষেপ কামনা করে সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন- প্রভাবশালীদের হাত থেকে প্রাচীনতম ও ঐতীহ্যবাহী শোভাগঞ্জ বাজরের জায়গা-জমি উদ্ধার, সেচ কাজ চালানোর জন্য বোরিং লাইসেন্স প্রাপ্তিতে ১৯৮১ সালের বিএডিসি’র সঙ্গে চুক্তিপত্রানুযায়ী উত্তর মরুয়াদহ গ্রামের মৃত মুনসুর আলী সরকারের ছেলে মোস্তাফিজুর রহমান ও মধ্য-বেলকা (খামারপাড়া) গ্রামের মোজাহার আলীর ছেলে রফিকুল ইসলামসহ অন্যান্য আবেদনের প্রক্ষিতে জটিলতা নিরসন পূর্বক ব্যবস্থা গ্রহণ, কৃষকদেরকে ক্ষতি ও হয়রাণি থেকে রক্ষার্থে চলতি বোরো মৌসুমে জমির শ্রেণী অনুযায়ী সেচ মূল্য নির্ধারণ পূর্বক তালিকা, মাদক-জুয়া, বাল্য বিয়ে প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here