খবর ৭১: বাহরাইনে বাংলাদেশি প্রতিভাবান তরুনদের খুঁজে বের করতে বাংলাদেশ ইয়ুথ ক্লাব পরিচালিত BYC MOBILE PHOTOGRAPHY CONTEST ২০২২ এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
জুফেইর এর “দ্যা স্পট রেসিডেন্সে” ফটো কনটেস্টে বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করার লক্ষ্যে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুস্তাফিজ মাসুম ও রহমতউল্লার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার জুবায়ের শাহীন।
সংগঠনের সভাপতি আল আমিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়ান মানির (BEYON MONEY) কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমেদ, সামাজিক সংগঠন উয়িকেয়ার (WE CARE) এর ফাউন্ডার সবুজ মিলন।
ফটোগ্রাফি কন্টেস্টে গ্রহণকারীদের মধ্যে দুটি ক্যাটাগরিতে ৬ জন বিজয়ী হন। দর্শকদের ভোটে ১ম স্থান অর্জন করেন তোফায়েল আহমেদ রায়হান, ২য় ফারাবী আহমেদ রাজু ও ৩য় মাফিকুল ইসলাম মারুফ। বেস্ট পিকচার এডমিনস্ চয়েজ ক্যাটাগরিতে নির্বাচিত হন রেদওয়ান আহমেদ, হুজ্জাত রাহাত ও সুমাইয়া আজাদ। বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।