খবর৭১ঃ দেশে গত এক দিনে মহামারি করোনাভাইসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এতে শনাক্তের হার কমে ১.৮৮ হয়েছে।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ১২ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৩৩ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন। মোট শনাক্তের হার ১৪.২৯ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের একজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১১ জনে গিয়ে দাঁড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।