মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
237

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনের পল্লীতে জয়ন্ত সরকার (১৬ মাস) নামে এক শিশুর পানিতে ডুবে মারা গেছে। মঙ্গগলবা (৮ মার্চ) দুপুরে বাড়ির সামনের খেলা করতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার নায়েকপুর ইউনিয়নের রুপাশ্রম গ্রামে। জয়ন্ত রুপাশ্রম গ্রামের সজল সরকারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জয়ন্ত রুপাশ্রম গ্রামের সজল সরকারের ছেলে। সে প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির সামনে মঙ্গলবার দুপুরে খেলা করছিল। সবার অজান্তে খেলা করার সময় বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। দুপুর থেকে বিকেল গড়িয়ে আসলে বাড়িতে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাসুমা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, শিশুর মৃত্যু বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here