সৈয়দপুরে র‌্যাবের অভিযানে ৪৮৪ পিস ইয়াবা উদ্ধার : মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
234

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে ৪৮৪ পিস ইয়াবা উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে নওশাদ হোসেনকে (২৮) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৪৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাকে নীলফামারী জেল হাজতে পাঠায় পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-
১৩ নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়
গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩,নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নওশাদ হোসেনকে (২৮) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই রাতেই র‌্যাব বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করে।এরআগে জব্দকৃত ইয়াবাসহ আটককৃত নওশাদকে থানায় হস্তান্তর করা হয়।
সৈয়দপুর থানার অফিসার মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত জানান, গ্রেফতারকৃত আসামী নওশাদকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here