সুন্দরগঞ্জে যুবতীর আত্মহত্যা

0
211

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে নুরুন্নাহার বেগম (২৫) নামে এক যুবতী নিজের শয়ন ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে স্বামী পরিত্যাক্তা নুরুন্নাহার বেগম নিজের শয়ন ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে ঐ গ্রামের আঃ রহমানের মেয়ে। কয়েক বছর আগে স্বামীর তালাকপ্রাপ্তা হয়ে সে তার বাবার বাড়িতেই অবস্থান করছে। মানুসিক ভারসম্যহীন নুরুন্নাহার বেগম দুপুরে একাবাড়িতে এ ঘটনা ঘটায়। ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, মানুসিক ভারসম্যহীন নুরুন্নাহার বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানার এসআই রায়হান্জ্জুামান জানান, মানুসিক ভারসম্যহীন নুরুন্নাহার বেগম একা বাড়িতে নিজের ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। কারো কোন অভিযোগ নেই। নুরুন্নাহার বেগমের পিতা আঃ রহমান এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করেছেন। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here