সেনা রিজিয়নের মানবিক উদ্যোগঃ অসংখ্য মানুষের মুখে হাসির ঝিলিক

0
345

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানে সকলকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়েছেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক,এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ৫ ই বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়ামে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন আহবান জানান রিজিয়ন কমান্ডার।তিনি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে অতীতেও তাদের পাশে ছিলো,এখনও আছে এবং আগামীতেও তাদের পাশে থাকবে।রিজিয়ন কমান্ডার এসময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন,পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে বান্দরবান সেনা রিজিয়ন কাজ করে যাবে।এদিন সকালে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বান্দরবান জেলার আপামর গরীব দুস্থ ও অসহায় মানুষ সহ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ক্লাব এর মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার,বান্দরবান।অনুষ্ঠানে বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি,উপ-অধিনায়ক মেজর এস.এম.মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি,জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ সহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।পরে ৫ ই বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় মানবিক সহায়তা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীর বাছাইকৃত জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।এসময় কর্মসংস্থানের কথা বিবেচনায় নিয়ে সাতটি সেলাই মেশিন,শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইলচেয়ার,হতদরিদ্রকে উপার্জনক্ষম করার জন্য একটি রিক্সা ও পাঁচটি ভ্যান বিতরণ করা হয়।এছাড়াও ঘর নির্মাণ,চিকিৎসা,অপারেশন,‌শিক্ষাবৃত্তি,মেয়ের বিবাহ,স্কুল কলেজ ভর্তি ও বই ক্রয় সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫,৬৫,০০০ হাজার টাকা প্রদান করা হয়।সেনা রিজিয়নের তত্ত্ববধানে এদিন ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।‌সেনা রিজিয়নের মানবিক উদ্যোগে এমন সহায়তা পেয়ে অসংখ্য মানুষের মুখে হাসির ঝিলিক ফুটে উঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here