খবর ৭১: ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন নিজেদের দখলে নিয়ে নিয়েছে রুশ বাহিনী বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। প্রায় আড়াই লাখের মতো মানুষের বসতি এই শহরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, খেরসন শহর রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শহরের মেয়র ইউক্রেনের সরকার এবং ত্রাণ সংস্থার সাহায্য চেয়েছেন।
শহরের স্থানীয় এক কাউন্সিল সদস্য বলেছেন, রুশ বাহিনীর আগ্রাসনে খেরসনে প্রায় দুইশ এর মতো মানুষ প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে অনেকেই বেসামরিক জনগণ ছিলেন।
এদিকে আহতদের সরিয়ে নেয়ার পাশাপাশি তাদের খাবার, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য ইউক্রেনের সরকার এবং বিশ্ব সংস্থার সহায়তা চেয়েছেন খেরসনের মেয়র।