খবর৭১ঃ ইউক্রেনের কাছে থাকা তুরস্ক-নির্মিত ড্রোন বাহিনী দিয়ে রুশদের ওপর সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। সোমবার মার্কিন সংবাদসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার একটি ড্রোনের সাহায্যে বিধ্বস্ত সামরিক যানের ফুটেজ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, একটি রুশ বাক ভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে হামলার ছবি এটি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিয় বলেন, রাজধানী কিয়েভ থেকে ৬২ মাইল দূরে মালিন শহরের কাছে এই হামলাটি হয়।
ইউক্রেন সরকার গত বছর থেকে তুরস্কের কাছ থেকে বেরাকতার টিবি২ ড্রোন কিনছে।
৩ দিন টানা হামলার পর আজ সকালে বেলারুশের সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে।