আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের উদ্দ্যোগে তালায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
308

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় তেতুঁলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের উদ্দ্যোগে কলিয়া মোড়ল বাড়ি এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ওসি (তদন্ত) আবুল কালাম আযাদ, তেতুঁলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোন প্রমুখ ।
বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমানের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। সার্বিক তত্বাবধায়নে ছিলেন কলিয়া আদর্শ যুব সংঘের সেচ্ছাসেবীরা।
ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে কলিয়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় জমায় । সবাইকে চিকিৎসা দিতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত ২ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োজিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here