অর্থ সহায়তা দিলেও ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র

0
262

খবর৭১ঃ ইউক্রেনে সামরিক সহায়তার জন্য নতুন করে আরও ৩৫ কোটি ডলার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।

কিন্তু রাশিয়ার ভয়াবহ আগ্রাসনের স্বীকার বন্ধুরাষ্ট্রটিকে রক্ষায় কোনো সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে না বাইডেন।

বাইডেন প্রশাসন শুক্রবার রাতে ইউক্রেনের জন্য নতুন করে এ অর্থ সহায়তা অনুমোদন করেছে। খবর সিবিসি নিউজের।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এ নিয়ে গত এক বছরে ইউক্রেনকে এক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানের একটি কন্টিনজেন্ট পূর্ব ইউরোপে পৌঁছেছে। যখন ইউক্রেনের চলমান সংকট কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন এই জঙ্গিবিমান পাঠানোর খবর এলো।

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। এর পর আমেরিকা পূর্ব ইউরোপের দেশ অ্যাস্তোনিয়া, লুথিয়ানিয়া ও রোমানিয়ায় ছয়টি এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করে।

আমেরিকা বলেছে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে সেনা এবং সামরিক সরঞ্জামাদি পুনর্বিন্যাসের যে নির্দেশ দিয়েছেন তার অংশ হিসেবে পূর্ব ইউরোপে এসব বিমান মোতায়েন করা হলো।

সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, মোটেই আগ্রাসী পদক্ষেপ নয়। এ সময় তিনি সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে আমেরিকার নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here