খবর৭১ঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ১৯৪৫ সালের পর রাশিয়া ইউরোপে সবথেকে বড় যুদ্ধ শুরু করতে যাচ্ছে। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
বরিস জনসন বলেন, সব লক্ষণ দেখে মনে হচ্ছে, রাশিয়া আক্রমণের পরিকল্পনা শেষ করে ফেলেছে।
গোয়েন্দা তথ্য উদৃত করে যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন হানা দেওয়ার ইচ্ছা পোষণ করছে এবং ইউক্রেনের রাজধানী কিয়েভও হামলার লক্ষ্যস্থল হবে। হামলা হলে তার মানবিক মূল্য হবে প্রচুর।
বরিস জনসনের এই কথার অর্থ- রাশিয়ার হামলায় অনেক প্রাণহানি ঘটবে।
বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির মিউনিখে থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এসব কথা বলেছেন। বিশ্বনেতারা সেখানে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন।
যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের তিনদিকে রাশিয়া ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার পর্যন্ত সেনা জড়ো করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত নির্দেশে, যেকোন দিন যেকোনো সময় এই সেনারা ইউক্রেনের ওপর আক্রমণ করবে।