কবি কাজী রোজী আর নেই

0
206

খবর৭১ঃ  একুশে পদকপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য কাজী রোজী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২০ ফেব্রুয়ারি) মৃত্যুর বিষয়টি জানিয়েছেন কাজী রোজীর কন্যা সুমী সিকান্দার।

পরিবার থেকে জানানো হয়, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুরে দাফন করা হতে পারে।

নানান শারীরিক জটিলতা নিয়ে গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কোভিড পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ ফেব্রুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাশ করেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন।

তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে একুশে পদক পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here