সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে বহুতল ব্যারাক ভবনের উদ্বোধন

0
329

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
নীলফামারীর রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে বহুতল ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার শহরের নতুন বাবুপাড়া এলাকায় ফিতা কেটে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা রেলওয়ে পুলিশ হেড কোয়াটার্সের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম (সেবা)। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মমতাজুল ইসলাম, সৈয়দপুর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সারোআর আলম, রেলওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তোবারক আলী, ইন্সপেক্টর রেলওয়ে পুৃলিশ(আইআরপি) ফিরোজ কবির ও নীলফামারী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. দেলওয়ার মাহফুজ সোহাগ প্রমুখ। সূত্র জানায়, নীলফামারীর রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে বহুতল ব্যারাকের ছয়তলা ভিত্তির চারতলা এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ টাকা। উল্লেখ্য গত ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর এ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন রেলওয়ে পুলিশ হেড কোয়াটার্স এর তৎকালীন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ আবুল কাশেম বিপিএম (সেবা)। মেসার্স কনভয় এন্টারপ্রাইজ এবং ইঞ্জিনিয়ার বিল্ডার্স নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটির নির্মাণ কাজ সম্পন্ন করে। আর নীলফামারী গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here