শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি ৯’শ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। সোমবার সকালে বেনাপোল সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজার থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান(২৮)। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল সীমান্ত পথের টহল জোরদার করা হয়। এক পর্যায়ে দুই যুবক মটর সাইকেলযোগে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে সন্দেহ জনকভাবে দাড় করানো হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক দুই যুবকের বিরুদ্ধে স্বর্ণপাঁচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।