হাতীবান্ধায় চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল চাষ ও বাজার সংযোগ বিষয়ক কর্মশালা

0
185

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল চাষ, ফসল সংগ্রহ পর্ববর্তী পরিচর্যা এবং বাজার সংযোগ বিষয়ক কর্মশালা কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার আরডিআরএস ট্রেনিং সেন্টারে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস্ (এমফোরসি) সংস্থার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুর রহিম জেলা মার্কেটিং অফিসার (ড্যাম) লালমনিরহাট। তিনি কৃষক ও ব্যবসায়ীদের মাঝে কিভাবে সংযোগ স্থাপন করে কৃষি পণ্য রপ্তানি করা যায় এবং নিধারিত মুল্যে বাজারজাত করা যায় সে বিষয়ে কৃষক ও ব্যবসায়দের পরামর্শ দেন। এসময় বক্তব্য রাখেন, এমফোরসি প্রজেক্ট এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, শ্রী পদক কুমার সরকার, আইএস আসলাম ইসলাম ও ফিল্ট অফিসার বৃন্দ। অন্যান্যদের মধ্যে,আরডিআরএস হাতীবান্ধা শাখা ব্যস্থাপক তাজউদ্দিন, আবতাফ ফিট এর আজিজুর রহমান, চন্দন কুমার। হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী,কৃষক ও বিভিন্ন কৃষি পণ্য ক্রয় কোম্পানীর প্রতিনিধিগন কর্মশালায় অংশগ্রহন করেন এবং চরাঞ্চলে কৃষি ফসল চাষ, ফসল সংগ্রহ পর্ববর্তী পরিচর্যা এবং ন্যায মুল্যে বাজারজাত করার বিষয়ে মতামত প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here