নড়াইল জেলা ডিবি পুলিশের সঙ্গে এসপি প্রবীর কুমার রায়’র মতবিনিময় সভা

0
234

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইল ডিবি ও ডিএসবি’র পুলিশ সদস্যের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাশে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় পুলিশ সুপার বলেন, গোপন তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চোরা কারবারী, প্রতারক, চাঁদাবাজ এবং চুরি ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনা সহ সকল ধরনের অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরো বেশি সক্রিয় হতে হবে। কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত, পারিবারিক বা অফিসিয়াল সমস্যা অথবা ছুটি নিয়ে কোন সমস্যা থাকলে তা কল্যাণ সভায়, রোলকলে, পার্ট-২ তে অথবা সরাসরি উপস্থাপন করতে হবে এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় ডিআইও১ মীর শরিফুল হক, জেলা বিশেষ শাখা ওসি ডিবি শিমুল কুমার দাসসহ ডিবি ও ডিএসবি’র সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here