ময়মনসিংহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র কমিটিতে সভাপতি মনোনেশ ও সম্পাদক রফিক

0
464

ময়মনসিংহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) শহরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায়
দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা প্রতিনিধি, ইউকেবিডিনিউজের ব্যুরো প্রধান মনোনেশ দাশকে সভাপতি ও বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি মো: খায়রুল আলম রফিককে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- মো. আব্দুল মান্নান (বাংলাদেশ প্রতিদিন) সিনিয়র সহ-সভাপতি, সাইফুল ইসলাম (১) (সাপ্তাহিক জয়বাণী) সহ-সভাপতি, ফেরদৌস আলম (যায়যায়দিন) সহ-সভাপতি, মো: আরিফুল ইসলাম নির্বাহী সম্পাদক( দৈনিক ময়মনসিংহ প্রতিদিন) সহ-সভাপতি,
সুমন ভট্টাচার্য ( দৈনিক আমাদের কন্ঠ) যুগ্ম সম্পাদক (১), খাইরুল ইসলাম আল-আমিন (দুর্নীতি বার্তা ডটকম) যুগ্ম সম্পাদক (২), ওমর ফারুক সুমন (মানবজমিন) ( ৩), আসাদুজ্জামান তালুকদার (দৈনিক ময়মনসিংহ প্রতিদিন) যুগ্ম সম্পাদক (৪), রাকিবুল হাসান আহাদ (দৈনিক দুর্জয় বাংলা), সহ- সম্পাদক (১), সাইফুল ইসলাম (সিএনএন বাংলা টিভি) সহ- সম্পাদক (২), এস.এম জামাল উদ্দিন শামীম (দৈনিক শাশ্বত বাংলা) সহ- সম্পাদক (৩), এএইচ এম হুমায়ুন কবির (মুভি বাংলা টেলিভিশন) সহ- সম্পাদক (৪), মোঃ কামাল হোসেন (ডেইলি অবজারভার) সাংগঠনিক সম্পাদক (১), মোঃ হাফিজুল ইসলাম স্বপন (ভোরের কাগজ) সাংগঠনিক সম্পাদক ( ২), আল আমিন (দৈনিক আমাদের কন্ঠ) দপ্তর সম্পাদক, মোঃ আনিসুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার) অর্থ সম্পাদক, এনামুল হক ছোটন (দৈনিক ময়মনসিংহ প্রতিদিন) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আজহারুল ইসলাম (ফাহিম (দৈনিক মুক্ত আলো ) সমাজ কল্যাণ সম্পাদক, নজরুল ইসলাম( দৈনিক আলোকিত সকাল) আপ্যায়ন বিষয়ক সম্পাদক,হাঃ মাওঃ খলিলুর রহমান মিছবাহ (২৪ ঘন্টা নিউজ) ধর্ম বিষয়ক সম্পাদক, দ্বীপজয় সরকার ( সাপ্তাহিক অগ্রযাত্রা) প্রশিক্ষক সম্পাদক, শেখ মামুনুর রশীদ মামুন (প্রতিদিনের কাগজ) শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ মনির হোসেন (দৈনিক সংগ্রাম) প্রচার সম্পাদক (১), মোঃ হেলাল উদ্দিন উজ্জ্বল (প্রতিদিনের সংবাদ) প্রচার সম্পাদক (২), সারোয়ার কবির ফাহাদ (ইনকোয়ারি রিপোর্ট) প্রচার সম্পাদক (৩), শামীম আহম্মেদ (নীলু) (মানবকণ্ঠ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাকিবুল হাসান রুবেল (দৈনিক সন্ধ্যাবাণী) বিভাগীয় সম্পাদক (১), মোঃ হুমায়ুন কবীর, (দৈনিক দেশের কণ্ঠ) বিভাগীয় সম্পাদক (২), আফরোজা আক্তার জবা (দৈনিক আজকের বাংলাদেশ)
মহিলা বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য:
মতিউর রহমান, (২৪ ঘন্টা নিউজ), মোঃ ইউসুফ (দৈনিক বর্তমান কথা), মো: কবির মিয়া, (দৈনিক সোনার দেশ), মোঃ সেলিম মিয়া, (নির্বাহী সন্পাদক, পাক্ষিক প্রথম বাংলা), এনামুল হক (দৈনিক আমাদের কন্ঠ), আরোয়ার জাহান পারভেজ (দৈনিক এই আমার দেশ), মোঃ শাহিনুর ইসলাম (এসএফ টিভি),নুরুল আমিন দৈনিক নব কল্যাণ প্রমুখ

প্রেস বিজ্ঞপ্তি :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here