মদনে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
253

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দুই টায় পত্রিকার ১০ বছরে পদার্পণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলণ কক্ষে কেক কাটেন ইউএনও বুলবুল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাইফুল ইসলাম সাঈফ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, মদন প্রেসক্লাবেব সাবেক সভাপতি আল আমীন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক নূরুল হক রনু, সাংবাদিক সুদর্শন আচার্য্য,শফিকুল ইসলাম সফিক,মোশারফ হোসেন বাবুল, প্রতিদিনের সংবাদের মদন প্রতিনিধি কে এইচ এম নূরুল আলম কামাল, আব্দুল আওয়াল পলাশ, কালের কন্ঠের মদন প্রতিনিধি ফয়েজ আহম্মদ, নিজাম উদ্দীন প্রমূখ।

পরে আমার সংবাদের মদন প্রতিনিধি মোঃ সাকের খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, সংবাদপত্র দেশের চতুর্থ স্তম্ভ। সমাজের দর্ণপ এবং দেশের উন্নয়ন ও সম্ভাবনায় সংবাদপত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সত্য বস্তু নিরপেক্ষ নিষ্ঠ খবর, সাহসিকতার সহিত সত্য ঘটনা তুলে ধরে অনুসন্ধানমুলক সংবাদ প্রকাশে উপর বেশী গুরুত্ব আরোপ করার জন্য আহব্বান জানানো হয়। এর সাথে আমার সংবাদের প্রসংসা করে অথিতিদের বরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here