সার্চ কমিটিতে আসা নাম প্রকাশ হবে, সোমবার পর্যন্ত সুযোগ রাজনৈতিক দলের

0
266

খবর৭১ঃ নির্বাচন কমিশন কিমিশন (ইসি) গঠনের জন্য যোগ্য ব্যক্তি অনুসন্ধানের সার্চ কমিটিতে নাম জমা দেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে। যেসব রাজনৈতিক দল নাম জমা দেয়নি, তারা আগামীকাল সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত নাম জমা দিতে পারবেন। সার্চ কমিটিতে আসা সব নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।

আজ রবিবার সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন সভাপতি।

এর আগে গতকাল দুই দফায় ২৫ বিশিষ্টজনের সঙ্গে পরামর্শ সভা করে কমিটি। আজ দ্বিতীয় দিনে তৃতীয় দফায় দেশের ২৩ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছে।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ইসি গঠনের জন্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ ও ব্যক্তিপর‌্যায় থেকে যেসব ব্যক্তির নাম এসেছে, তাদের তালিকা প্রকাশ করা হবে। এসব নাম ওয়েবসাইটে দেওয়া হবে। সেখান থেকে গণমাধ্যম এই তালিকা প্রকাশ করতে পারবে।

ওবায়দুল হাসান আরও বলেন, এখন পর্যন্ত যেসব রাজনৈতিক দল নাম জমা দেয়নি তারা নাম দেওয়ার সুযোগ পাবেন। আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত নাম জমা নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত অনুসন্ধান কমিটি তৃতীয় দফায় আজ বিকাল চারটার পরে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে অংশ নিতে দেশের ২৩ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানায় সার্চ কমিটি।

বিকাল চারটা শুরু হওয়া তৃতীয় দফা বৈঠকে অংশ নিয়েছেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।

গতকাল শনিবার প্রথম দিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, ইসি গঠনে ৩২৯ জনের নাম এসেছে সার্চ কমিটির কাছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০, ব্যক্তিগত পর্যায় থেকে ৩৪ এবং ইমেইলসহ অন্যান্য পর্যায় থেকে ৯৯ জনের নাম এসেছে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here