হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
দেশের বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জের কৃতি সন্তান, পীর হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক প্রেসক্লাব সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে পৌর পরিষদের পক্ষে মেয়র আবুল কালাম চৌধুরী গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে সুনামগঞ্জ তথা দেশের আরো একটি নক্ষত্রের পতন হল। এতে সুনামগঞ্জবাসীর এক অফুরন্ত ক্ষতি সাধিত হয়েছে। অপর এক বিবৃতিতে বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, কৃপেশ চন্দ ও হামিদুর রহমান বাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া সাংবাদিক তমাল পোদ্দার, মাহবুব আলম, আমির আলী, আমিনুল ইসলাম আজির, সদরুল আমিন, হাবিবুর রহমান নাসির, শংকর দত্ত, আবু বকর সিদ্দিক চৌধূরী, জাকির হোসেন, সাহাব উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এদিকে বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ ও জাপার কেন্দ্রীয় সদস্য আ.ন.ম ওহিদ কনা মিয়া। উল্লেখ্য ৫ ফেব্রুয়ারী রাজধানীর ল্যাব এইড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। ৭ ফেব্রুয়ারী মরহুমের গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।##