খবর৭১ঃ নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের নিয়োগের সুপারিশ চূড়ান্তের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির প্রথম সভা আজ রবিবার অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বৈঠকটি ডেকেছেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
সুপ্রিম কোর্ট প্রশাসন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন আইন অনুযায়ী ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করে দেন।
ছয় সদস্যের সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান; মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী; সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক- অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। রাষ্ট্রপতি গঠিত এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
আইন অনুযায়ী নির্ধারিত ১৫ দিনের মধ্যে সার্চ কমিটি কাজ শেষ করবে বলে জানান বিচারপতি ওবায়দুল হাসান।
কমিটির সভাপতি বলেন, ‘আমরা কলিগরা বসে, টার্মস অব রেফারেন্স ঠিক করে আইন অনুযায়ী কাজ শুরু করবো। নির্ধারিত সময়ে কমিটি কাজ শেষ করবে।’
আইনে সার্চ কমিটিকে সময় দেওয়া হয়েছে ১৫ দিন। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি বিদায় নেবে। সে হিসেবে তার বিদায়ের আগেই নাম সুপারিশ করতে চাইলে ১০ দিনেরও কম সময় আছে সার্চ কমিটির।