জায়েদের প্রার্থীতা বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন নিপুন

0
191

খবর ৭১: শিল্পী সমিতির নির্বাচনে অর্থ প্রদানের মাধ্যমে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাতিল হয়েছে জায়েদ খানের প্রার্থীতা। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুন।

এর আগে টাকা দিয়ে ভোট কেনাসহ নানাবিদ অভিযোগ এনে জায়েদ খানের পদ বাতিল চেয়ে আবেদন করেন নিপুন। সমাজ কল্যান মন্ত্রণালয়ের নির্দেশে আপিল বিভাগ থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) বাদী-বিবাদীকে বিকেল ৪টায় এফডিসিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। তবে বিকাল ৪টা থেকে বাদী উপস্থিত থাকলেও বিবাদী জায়েদ খান অনুপস্থিত ছিলেন।

নির্দিষ্ট সময়ের পর আরও ৩০ মিনিট অপেক্ষা করে আপিল বিভাগের দায়িত্বে থাকা সোহানুর রহমান সোহান নিপুনকে নিয়েই বসেন আলোচনায়। পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নিপুনের আনিত সকল অভিযোগের সত্যতা যাচাই বাছাই করে সাংবাদিকদের সামনে রায় ঘোষণা করেন সোহান।রায় ঘোষণায় তিনি বলেন, “ নির্ধারিত সময়ের পরও নির্বাচনের ভোট গণনা ও রায় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। ২৯ তারিখ ভোর সাড়ে পাঁচটায় ফল ঘোষণা করলেও কাগজপত্রে ২৮ জানুয়ারি ফল ঘোষণার তারিখ উল্লেখ করা হয়। এটি নিয়মের সুস্পষ্ট ব্যাত্যয়। এ ছাড়াও নির্বাচন চলাকালীন অর্থের বিনিময়ে ভোট কেনার বেশকিছু মৌখিক অভিযোগ পাওয়ার পরও তাৎক্ষণিক কোন ব্যবস্থান নেননি তিনি। আপিল বিভাগের যাচাই বাছাইয়ে দু’জন ভোটার লিখিতভাবে তাদের কাছে জায়েদ খানের টাকা দেয়ার অভিযোগ ও প্রাপ্তি স্বীকার জানিয়েছেন। মৌখিকভাবেও জানিয়েছেন একাধিক ভোটার।

সকল কিছু যাচাই বাছাইয়ের পর নির্বাচন বিধি লঙ্ঘন করায় সাধারণ সম্পাদক জায়েদ খান ও সদস্য চুন্নুর প্রার্থীতা বাতিল করা হল। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বিকে নির্বাচিত ঘোষণা হল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here