করোনায় জানুয়ারিতে মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি

0
368

খবর৭১ঃ চেয়ে তিনগুণের বেশি মানুষের মৃত্যু হয়েছে জানুয়ারিতে। জানুয়ারি মাসে যাদের মৃত্যু হয়েছে, তাদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানানো হয়। এতে তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তিনি জানান, গত ডিসেম্বরে করোনায় দেশে মারা যায় ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি।

বুলেটিনে আরও জানানো হয়, জানুয়ারিতে মৃত ৩২২ জনের মধ্যে ২৩৪ জন, অর্থাৎ ৭৩ শতাংশ করোনা টিকা নেননি। ২৭ শতাংশ বা ৮৮ জন টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন মাত্র ১৮ জন আর দুই ডোজ নিয়েছিলেন ৬৮ জন। তবে মৃতদের মধ্যে মাত্র দুজন বুস্টার বা তৃতীয় ডোজের টিকা পেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here