স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় জীবন মান উন্নয়নের লক্ষে হতদরিদ্রদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে এই পশু বিতরণ করা হয়। এসময়, কচুয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্রনাথ সরকার, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস কোটাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কচুয়া এডিপির ব্যবস্থাপক তপন কুমার মন্ডলসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের ২৬জন দরিদ্র মানুষের মাঝে এই গবাদি পশু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ২৩০টি দরিদ্র পরিবারকে গবাদি পশু বিতরণ করবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।