শার্শা’য় বেকার যুবকদের নিয়ে রঙিন মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
285

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা’য় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বেকার যুবকদের নিয়ে রঙিন মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত তিনদিন যাবত শার্শার রাজাপুরে এসএসবি এ্যাকুরিয়াম ফিস এন্ড হ্যাচারী প্রাঙ্গণে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

শার্শা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলিফ রেজা।

শার্শা উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বেকার যুবকদের নিয়ে এই রঙিন মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালার সহযোগিতায় ছিলেন স্থানীয় সরকার বিভাগ, উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here