সিডনিতে বাংলাদেশি তরুণী খুন, পাকিস্তানি বংশোদ্ভূত প্রেমিক গ্রেপ্তার

0
305

খবর৭১ঃ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ১৯ বছর বয়সি তরুণী হত্যার ঘটনায় তাঁর ছেলেবন্ধু পাকিস্তানি বংশোদ্ভূত তরুণ মেরাজ জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত রোববার সিডনির নর্থ প্যারামাত্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টের এসিডভর্তি বাথটাব থেকে অরণিমা হায়াৎ-এর মরদেহ ফেলে রাখা হয়।

গোয়েন্দা পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশের পর মেরাজ জাফর নামের ২০ বছর বয়সি তরুণ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আদালত মেরাজের জামিন নামঞ্জুর করেছেন।

অরণিমা হায়াৎ-এর সঙ্গে মেরাজের সম্পর্ক ছিল বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন মেরাজ জাফরের আইনজীবী মোহাম্মদ সাকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here