জায়েদের নামে ১০০ মামলা করবেন নিপুণ! কিন্তু কেন?

0
240

খবর৭১ঃ শিল্পী সমিতির তিন বারের সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই চিত্রনায়িকা নিপুণের। ভোটের দিন তিনি জায়েদের বিরুদ্ধে টাকা নিয়ে ভোট কেনার অভিযোগ করেন। চিত্রনায়িকা মুনমুনের সঙ্গে জায়েদের এ সংক্রান্ত একটি ভিডিও-ও প্রকাশ করেন। এবার জায়েদের বিরুদ্ধে ১০০ মামলা করার হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ও ব্যবসায়ী নিপুণ। কিন্তু হঠাৎ কেন এমন বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবলেন তিনি?

গত রবিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিপুণ। সেখানেও তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। প্রমাণস্বরুপ নায়িকা মুনমুনের সঙ্গে জায়েদের ভোটের দিনের একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দেখান। নায়িকা দাবি করেন, মুনমুনকে টাকা দিচ্ছিলেন জায়েদ খান। এর পরদিনই জায়েদ ও মুনমুন এফডিসিতে সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তারা নিপুণের অভিযোগ অস্বীকার করেন।

এছাড়া জায়েদ খান জানান, তার বিরুদ্ধে যারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তাদের নামে তিনি মামলা করবেন। প্রধান আসামি করবেন নিপুণকে। এই কথা ইতোমধ্যে কানে গেছে নিপুণের। তারই জবাব দিয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জায়েদ যদি একটা মামলা করে, তাহলে আমি ওর নামে ১০০ মামলা করব। আমার কাছে অনেক তথ্যপ্রমাণ আছে। যদিও আমি সেসব নিয়ে মামলা করতে চাইনি। কিন্তু জায়েদ যদি স্টেপ নেয়, আমিও বসে থাকব না।’

গত শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটের ব্যবধানে হেরে গেছেন নিপুণ। এই হারকে মানতে পারেননি নায়িকা। তিনি পরদিন দুপুরে আপিল বোর্ডে লিখিত আবেদন করেন পুনরায় ভোট গণনার জন্য। এদিন সন্ধ্যায় তার আপিল পর্যালোচনা ও পুনরায় ভোট গণনার পর জানানো হয়, ফলাফল সঠিক আছে, জায়েদ খানই জিতেছেন।

কিন্তু তাতেও জায়েদের জয় নিয়ে সন্দেহ যায়নি নিপুণের। তিনি সোমবার বিকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন, যে অভিযোগ তিনি ভোটের দিন থেকেই করে আসছেন। এরপর তিনি জায়েদ ও মুনমুনের সেই ভিডিওটি প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দেখান। পাশাপাশি সামাজিক মাধ্যমে জায়েদ খানের সঙ্গে কোনো এক ব্যক্তির কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করেন।

ওই স্ক্রিনশটে দেখা যায়, জায়েদ খান এক ব্যক্তিকে বলছেন, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন।’ ওই ব্যক্তি বলছেন, ‘বেশ। তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি সাহস নিয়ে কাজ চালিয়ে যাও।’ এরপর জায়েদ খান বলছেন, ‘ভাইয়া, হারুন ভাই বলল রিয়াজকে সরাতে হবে।’ এরকম আরও অনেক কথোপকথন।

এই স্ক্রিনশটের ব্যাপারে জায়েদ খান সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। স্ক্রিনশটগুলো সুপার এডিট করে বানানো হয়েছে।’ এর পেছনে তিনি যুক্তি দেন, ‘যার সঙ্গে কথা বলছি তার নাম আর ছবি তো থাকবে, সেগুলো কই? অভিনেতা জানান, ইতোমধ্যে তিনি এ ব্যাপারে সাইবার ক্রাইমে অভিযোগ দিয়েছেন। খুব শিগগির মামলাও করবেন। তার প্রেক্ষিতেই ১০০ মামলা করার কথা বলেছেন নিপুণ।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কাঞ্চন-নিপুণ প্যানেলের একাধিক সদস্য জানিয়েছেন, ফাঁস হওয়া স্ক্রিনশটে যে কথোপকথন আছে, সেগুলো জায়েদ খান বলেছেন একটি সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে। সেগুলো পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। সোমবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একই কথা নিপুণও জানান। বলেন, জায়েদ খানের কথোপকথনের এ রকম ৫০টির মতো স্ক্রিনশট তার কাছে আছে। সময়মতো সেসব সামনে আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here