সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আইসিইউতে

0
383

খবর৭১ঃ সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ অসুস্থ। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

লিভারজনিত সমস্যার কারণে শফিক আহমেদকে ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডা. স্বপ্নীল। তিনি শনিবার টেলিফোনে বলেন, সাবেক আইনমন্ত্রী লিভারজনিত জটিলতায় ভুগছেন। তাকে আমার অধীনে ল্যাবএইডে ভর্তি করা হয়েছে।

জটিলতা বেড়ে গেলে গত ১৮ জানুয়ারি রাতে ব্যারিস্টার শফিক আহমেদেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চারবার করোনা টেস্ট করানো হয়েছে। কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জানান তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here