খবর৭১ঃ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ১০ থেকে ১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প।
শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-ভারত সীমান্তের ফালাম শহর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক চার।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।