মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নিত্যপণ্যের বাজারে চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পর্যায়ে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে সৈয়দপুর পৌরসভা এলাকায় খোলা বাজারে চাল আটা বিক্রি শুরু হয়েছে। পৌর এলাকার ৬ জন ডিলারের মাধ্যমে ৬টি পয়েন্টে বিক্রি করা হচ্ছে চাল ও আটা। খোলা বাজারে চাল-আটা বিক্রির কার্যক্রম জানাতে গতকাল উপজেলা প্রশাসনের পক্ষে ব্যাপক মাইক প্রচার চালানো হয়েছে। চাল -আটা বিক্রির পয়েন্টগুলো হলো উপজেলা সড়কের ক্যান্ট বাজার, চাউল মার্কেট, দারুল উলুম মাদরাসা মোড় (বাঙ্গালীপুর), কাজীহাট, বার্মাসেল (ফ্রি আমিন স্কুল সংলগ্ন) ও গার্ডপাড়া (গীর্জা সংলগ্ন)। ওএমএস’র প্রতি কেজি চালের দাম ৩০ টাকা ও আটার দাম ১৮ টাকা। একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল ও আটা পাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে স্থানীয় খাদ্য সরবরাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরিন বলেন, সরকারি নির্দেশনা পেয়েই গতকাল থেকে সৈয়দপুরে খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ব্যতিত সপ্তাহে ৬দিন প্রতি ডিলার এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা প্রতিদিনের জন্য বরাদ্দ পাবেন।