পাইকগাছায় রবি মৌসিমে সমলয় চাষে ধান রোপনের উদ্বোধন

0
217

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ২০২১-২২ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটীতে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অ লের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, কৃষি প্রকৌশলী অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুব জ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরাজ উদ্দীন, বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, তাজোদ্দিন ও কৃষক জিএম আব্দুস সাত্তার। অনুষ্ঠান স ালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন।
প্রসঙ্গত, উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সোনাতনকাটী মৌজায় এলাকার ৫২জন কৃষক চলতি মৌসুমে ৫০ একর জমিতে যান্ত্রিক উপায়ে সমলয় পদ্ধতির এসএল-৮-এইচ হাইব্রীড জাতের বোরো ফসলের আবাদ করছে। গত ১৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার ট্রে’তে বীজতলার বীজ বপন করা হয়। মঙ্গলবার উদ্বোধনীর মধ্য দিয়ে উৎপাদিত চারা মেশিনের সাহায্যে রোপন করা হয়। এই পদ্ধতিতে ২জন শ্রমিক ১ ঘন্টায় ১ বিঘা জমির ধানের চারারোপন করতে পারে। এতে ১ লিটার তেল খরচ হয়। লাইন থেকে লাইনের দূরত্ব ১২ ইি , চারা থেকে চারার দূরত্ব ৮ ইি । এতে উৎপাদন খরচ অনেক কম এবং ফলন অনেক বেশি হয়। অন্য পদ্ধতিতের চেয়ে এ পদ্ধতিতে হেক্টর প্রতি নূন্যতম ৫শ কেজি ধান বেশি উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্তকর্তারা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here