মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
318

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ফখরুল ইসলাম খান সিআইপি কর্তৃক প্রতিষ্ঠিত খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ফরিদা খান মসজিদের খতিব আব্দুল মান্নানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফ আই কে প্রোপ্রার্টিজ লিমিটেডের ম্যানেজার দ্বীন মোহাম্মদ। কাউন্সিলরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু প্রসাদ দত্ত রতন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক মান্না, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, ৪ নং ওয়ার্ডের কাউসির আরিফ উদ্দিন মাসুদ, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল খালেক, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিল আজহার উদ্দিন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিস শাহনাজ বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিল্পী ভৌমিক, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার মোহতামিম মাওলানা শহিদুল ইসলাম মিয়া, রাজনীতিবিদ শিমুল আহম্মেদ, এফ আই কে প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজার জিয়াউর রহমান, সহকারী ম্যানেজার আমজাদ হোসেন নোমান, আলী আক্কাস, আলা উদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ।

খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু জানান, ইতিমধ্যে মিরসরাই উপজেলার ১৫ টি মাদ্রাসা ও এতিমখানা, বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বারইয়ারহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কম্বল বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here