সৈয়দপুরে হেরোইনসহ কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

0
229

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পৌরসভা নির্বাচনে অংশ নেয়া কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান সাজুকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাবুপাড়া এলাকায় সাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসার একটি ঘর থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে অভিযান পরিচালনা করা দলটি। নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সুত্র জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন, সৈয়দপুরে গত পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মো. আতিকুর রহমান সাজু মাদক ব্যবসা পরিচালনা করছে এমন সংবাদ পেয়ে তাকে হাতেনাতে ধরতে তৎপরতা শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এজন্য তাদের পক্ষ থেকে নিয়োগ করা হয় সোর্স। পরে সেই সোর্সের দেয়া নিশ্চিত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান শুরু করা হয়। সংস্থাটির পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে নতুন বাবুপাড়া এলাকার ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী মো আতিকুর রহমান সাজুর বাড়ির একটি ঘরে তল্লাশী চালিয়ে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মাদক বেচাকেনার অভিযোগে সাজুকে গ্রেফতার করে দলটি। অভিযানে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর জায়েদ আলী জাফরীসহ অন্যান্যরা অংশ নেন। পরে তাকে সৈয়দপুর থানা পুলিশে সোর্পদ করা হয়। এব্যাপারে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.আব্দুর রহিম বাদি হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here