খবর৭১ঃ ২০০১ সালে বলিউডে অভিষেক হয় দিয়া মির্জার। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন।
‘রেহনা হায় তেরি দিল মেইন’ দিয়াকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাবেক সেরা এই সুন্দরী খুব বেশি ছবিতে অভিনয় করেননি। কিন্তু যে কয়টিতে কাজ করেছেন, প্রায় সবই হিট।
সম্প্রতি ক্যারিয়ার নিয়ে আলাপকালে গেল বছরটা কেমন কেটেছে সেই প্রসঙ্গ অবতারণা করেন দিয়া। ২০২১ সালটা দিয়ার জীবনে বিশেষ। এই বছরে প্রথম মাতৃত্বের স্বাদ উপলব্ধি করেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দিয়া আলাপকালে জানান— গত বছর তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।
দিয়া বলেন, আমি যখন ৫ মাসের অন্তঃসত্ত্বা, তখন অ্যাকিউট ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হই। এ কারণে আমাকে বারবার হাসপাতালে যাওয়া-আসা করতে হয়েছে।
তখন আমার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। এতে আমার জীবনশঙ্কা দেখা দেয়। ওই সময়টা আমার জন্য খুবই কঠিন ছিল। আমি আমার গাইনি বিশেষজ্ঞের কাছে কৃতজ্ঞ, যিনি আমার সন্তানকে সুন্দরভাবে পৃথিবীতে আসতে সহায়তা করেছেন।