পাইকগাছায় মৎস্যজীবী সিআইজি সমিতির অনুকূলে পিকআপ প্রদান

0
385

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মৎস্যজীবী সিআইজি সমিতির অনুকূলে পিকআপ প্রদান করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ এর মাধ্যমে উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর মৎস্যজীবী সিআইজি সমিতি লিঃ এর অনুকূলে মৎস্য ক্রয়-বিক্রয় ও পরিবহনের জন্য ৩ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের একটি নতুন পিকআপ প্রদান করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে পিকআপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, সুমন সেন, নিলাদ্রী সরদার ও মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here