বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে গণস্বাস্থ্য বিরামপুর হাসপাতালের উদ্যোগে গরীব অসহায়, এতিম, শীতার্ত ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
(২২ডিসেম্বর) বুধবার দুপুর ২টার সময় গণস্বাস্থ্য বিরামপুর হাসপাতাল চত্তরে ২’শ জন শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড: মাহফুজুর রহমান।
গণস্বাস্থ্য বিরামপুর হাসপাতালের পরিচালক ও এটিএন নিউজের বিরামপুর প্রতিনিধি জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে ডক্টর মাহফুজুর রহমান বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।