বাগমারায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাকিমের প্রচারণা

0
317

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ৫ই জানুয়ারী আসন্ন ইউপি নির্বাচনে শুভডাঙ্গা ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল হাকিমের ব্যাপক প্রচার প্রচারণা। তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ও নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি প্রতিদিন উঠান বৈঠক ও পথসভা করে সাধারণ ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন। তার ধারাবাহিকতা তিনি বিভিন্ন হাট বাজারে তার নৌকা প্রতীকের পোষ্টার ভোটার কাছে দিয়ে ভোট যাচ্ছেন। ৫ই জানুয়ারী ইউপি নির্বাচন সম্পর্কে নৌকার প্রার্থী আব্দুল হাকিমের সাথে ফালগুনী টিভি কথা হলে তিনি বলেন, আমি বর্তমানে শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আছি। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় সকল শ্রেনীর পেশার মানুষ আমার কাছ থেকে বিনা টাকায় সেবা পেয়েছে। আমি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়নসহ ইউনিয়নের সকল উয়ন্ননমুলক কাজ করেছি। আমার জানামতে আমি কখনও অন্যায় করিনি। তাই মানুষ আমাকে আবারও ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি যদি আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমার ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো করতে পারবো। আমার বিশ্বাস আমার ইউনিয়নবাসী আমাকে আবারও আমার ইউনিয়নের কাজ ও সেবা করার সুযোগ করে দিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here