ঘোড়াঘাট ৪৫ লিটার চোলাইমদ সহ একজন আটক

0
228

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ মোফাজ্জল হোসেনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৫ লিটার চোলাই মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার পালশা ইউপির বেলওয়া-ছয়ঘটি আদিবাসী পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে পুলিশ বাদী হয়ে দুজনে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।আটক ওই ব্যক্তি হলেন, ঘোড়াঘাট উপজেলার বেলওয়া-ছয়ঘটি গ্রামের মৃত সোনারাম মার্ডির ছেলে সেকেন মার্ডি সিকারী (৫০)।

মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, বেলওয়া-ছয়ঘটি আদিবাসী পাড়ায় বিপুল পরিমান চোলাই মদের মজুদ আছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করলে চোলাই মদ তৈরির একটি কারখানা থেকে ৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে চোলাই মদ তৈরির কারখানার মালিক সেকেন মার্ডিকে আটক করা হয়। এই ব্যবসার সাথে জড়িত আরো এক ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গ্রেফতার ওই আসামীকে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে। ঘোড়াঘাট উপজেলায় বেশ কয়েকটি আদিবাসী ও সাঁওতাল গ্রাম রয়েছে। এসব গ্রামে নিয়মিত চোলাই মদ তৈরি কেনাবেচা হয়। আমরা এসব মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here