পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় হিরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। ২১ ডিসেম্বর সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে কলাপাড়ার টিয়াখালীর ৬ লাইন সড়ক এলাকার জয়নাল আবেদিনের বাড়ির সামনে কলাপাড়া থানা পুলিশ এস আই সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে মো.রাসেল ওরফে সল্টু রাসেল (৩৫) মো. আরিফ মোল্লা (২৫) কে ১.৬০ গ্রাম হিরোইন ও ৬ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত সল্টু রাসেল এর ঠিকানা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা এলাকায়। রাসেল এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে তিনটি মামলা চলমান রয়েছে। অপর আরিফ মোল্লার ঠিকানা ধানখালীর লোন্দা এলাকায় । তাদের দুই জনের নামেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।