খবর৭১ঃ বার্সেলোনার মতো পিএসজিতেও একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি। প্যারিসের ক্লাবটির সভাপতির সঙ্গে মেসির সম্পর্ক অবনতির দিকে।
তেমন আভাস পাওয়া যাচ্ছে। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির এমন এক কাজ করে বসেছেন, তাতে মেসি রীতিমতো ক্ষেপেই গেছেন।
ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, ফরাসি সংবাদ মাধ্যম লা পারিসিয়ানের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠেছে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির। সংবাদমাধ্যমের প্রতিবেদকের সম্পর্কটা দারুণ খেলাইফির। ফলে ক্লাবের গোপনীয় তথ্যগুলো ছড়িয়ে পড়ছে মিডিয়ায়।
বিষয়টি লিওনেল মেসিকে ভাবাচ্ছে। কারণ একই কারণে মেসির দলবদলের সময়ের সব তথ্য সবার আগেই লা পারিসিয়ান সংবাদমাধ্যম পেয়ে যেত। সে সময় সংবাদমাধ্যমটির নানা মুখরোচক খবরে বিব্রত হতেন মেসি।
মেসির খুব কাছের সূত্র ধরে স্প্যানিশ সংবাদ মাধ্যম এল নাসিওনাল কাতালুনিয়া জানাচ্ছে, মেসি মনে করেন, তার প্রতি লা পারিসিয়ান একটু বেশিই উত্তেজনাপূর্ণ খবর ছাপছে। মেসির দাবি, সংবাদমাধ্যমটি তাকে নিয়ে এমন খবরও ছাপে, যার সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই তার। এমনকি মেসির সমালোচনায় সংবাদমাধ্যমটির ভাষাও যেন থাকে একটু বেশিই রূঢ়। এতে পিএসজি ভক্তদের সঙ্গে মেসির সম্পর্কটা খারাপের দিকেই যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর।
নাসিওনাল কাতালুনিয়ার সেই প্রতিবেদনে বলা হচ্ছে, মেসি মনে করেন, এভাবে তার বিরুদ্ধে এজেন্ডা নিয়ে নেমেছে প্যারিসের স্থানীয় সংবাদ মাধ্যম, যাতে সায় আছে ক্লাবেরও!
লা পারিসিয়ানের মতো স্থানীয় আরেক সংবাদ মাধ্যম লে’কিপের প্রতিবেদন নিয়েও ক্ষুব্ধ মেসি।
এক ম্যাচে মেসির খেলা নিয়ে তারা মূল্যায়ন করে, ‘ফলস নাইন হিসেবে খেলতে নামা মেসিকে ডুবে যাওয়া জাহাজের মতো মনে হয়েছে।’ সে ম্যাচে মেসিকে ১০ এ ৪ দিয়েছিল মিডিয়াটি।
আর্জেন্টাইন অধিনায়ক তাতেই ক্ষেপে উঠেছেন। মেসির আশঙ্কা, বার্সেলোনায় তার শেষ সময়টার মতোই ঘটতে চলেছে পিএসজিতে। কারণ বার্সায় থাকতে এমন সমস্যায় পড়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে তাকে আক্রমণ করা হয়। পরে জানা যায়, তৎকালীন ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর ইশারাতেই এ কাজ করছে সংঘবদ্ধ একটি চক্র।